Posts

প্রসঙ্গত

Image
দেখতে-দেখতে নবপর্যায়ের একবছর পূর্ণ করার কাছাকাছি এসে গেল আমাদের  মুক্তধারা ; অনলাইন মাসিক পত্রিকা হিসেবে এই তার একাদশ সংখ্যা। আর একটি সংখ্যা প্রকাশ করলেই তাই  মুক্তধারা অনলাইন ছুঁয়ে ফেলবে তার প্রথম মাইলস্টোন—অর্থাৎ বর্ষপূর্তি। এবং এই বর্ষপূর্তির আবহ দেখা দিতেই, মুক্তধারা অনলাইন -এর ভবিষ্যৎ কাজকর্ম নিয়ে কিছু চিন্তাভাবনাও চলছে। যেমন, তাকে আরও একটু অন্যভাবে উপস্থাপিত করা যায় কিনা—এই ভাবনাটি তার মধ্যে অন্যতম। তবে সে-সব নিয়ে লেখার সময় সামনে অনেক আছে। আপাতত এই এপ্রিল সংখ্যাটি নিয়ে লিখি। যেভাবে গ্রীষ্মের শুরুতেই তাপপ্রবাহের তীব্র দহনে ঝলসে যাচ্ছে কলকাতা থেকে কৃষ্ণনগর, বহরমপুর থেকে বালুরঘাট, মালদহ থেকে মেদিনীপুর, হলদিয়া থেকে হাওড়া এবং সমগ্র রাঢ়বাংলা—তাতে টিএস এলিয়টের "এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ" নতুন করে জীবন্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলের ভৌগোলিক পরিমণ্ডলে। তবুও কি মানুষের হুঁশ ফিরছে? উন্নয়নের চাহিদায় কাটা পড়ছে অজস্র গাছ। কেন-না, রাস্তা চওড়া হবে! নগরায়নের চাপে একের পর এক পুকুর বুজিয়ে গড়ে উঠছে অসংখ্য বহুতল। জলস্তর নেমে যাচ্ছে মাটির আরও গভীরে। অতএব যতদিন যাব