প্রসঙ্গত

দেখতে-দেখতে নবপর্যায়ের একবছর পূর্ণ করার কাছাকাছি এসে গেল আমাদের মুক্তধারা ; অনলাইন মাসিক পত্রিকা হিসেবে এই তার একাদশ সংখ্যা। আর একটি সংখ্যা প্রকাশ করলেই তাই মুক্তধারা অনলাইন ছুঁয়ে ফেলবে তার প্রথম মাইলস্টোন—অর্থাৎ বর্ষপূর্তি। এবং এই বর্ষপূর্তির আবহ দেখা দিতেই, মুক্তধারা অনলাইন -এর ভবিষ্যৎ কাজকর্ম নিয়ে কিছু চিন্তাভাবনাও চলছে। যেমন, তাকে আরও একটু অন্যভাবে উপস্থাপিত করা যায় কিনা—এই ভাবনাটি তার মধ্যে অন্যতম। তবে সে-সব নিয়ে লেখার সময় সামনে অনেক আছে। আপাতত এই এপ্রিল সংখ্যাটি নিয়ে লিখি। যেভাবে গ্রীষ্মের শুরুতেই তাপপ্রবাহের তীব্র দহনে ঝলসে যাচ্ছে কলকাতা থেকে কৃষ্ণনগর, বহরমপুর থেকে বালুরঘাট, মালদহ থেকে মেদিনীপুর, হলদিয়া থেকে হাওড়া এবং সমগ্র রাঢ়বাংলা—তাতে টিএস এলিয়টের "এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ" নতুন করে জীবন্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলের ভৌগোলিক পরিমণ্ডলে। তবুও কি মানুষের হুঁশ ফিরছে? উন্নয়নের চাহিদায় কাটা পড়ছে অজস্র গাছ। কেন-না, রাস্তা চওড়া হবে! নগরায়নের চাপে একের পর এক পুকুর বুজিয়ে গড়ে উঠছে অসংখ্য বহুতল। জলস্তর নেমে যাচ্ছে মাটির আরও গভীরে। অতএব যতদিন যাবে, প্রকৃতি এইভাবেই প্রতিশোধ নেবে। এখনই শহরাঞ্চলের অনেক জায়গায় ভূগর্ভ থেকে জল উঠছে না। ভবিষ্যতে হয়তো আরও সঙ্কট আসবে। তাপমাত্রা আরও অসহনীয় হবে। জীবন হয়ে উঠবে আরও দুর্বিষহ। এইসব-ই একদিন হবে নিশ্চিত; কিন্তু মানুষ যে কী করে ফিরে আসবে তার সচেতন ভাবনায়, তার কোনো নিশ্চয়তা এখনও পর্যন্ত নেই! এর সঙ্গে এবার তো আরও যোগ হয়েছে লোকসভা নির্বাচন সংক্রান্ত রাজনৈতিক উত্তাপ। প্রাকৃতিক ও রাজনৈতিক এই যুগ্ম বিরুদ্ধ-পরিবেশের মধ্যেই আমরা এপ্রিল সংখ্যা নিয়ে হাজির হলাম; যেখানে প্রবীণ কবির ধারাবাহিক আত্মজীবনী ছাড়াও রয়েছে গল্প, কবিতা ও ক্যামেরায় ধরে রাখা মুহূর্তের সহাবস্থান। আমাদের এবারের প্রচ্ছদচিত্রের ক্ষেত্রে আমরা একটু অন্যপথে হেঁটেছি। ফটোগ্রাফির অভ্যস্ততা থেকে সরে এসেছি রঙ-তুলির অনভ্যস্ততায়। প্রচ্ছদচিত্রটি করেছেন পার্থ মৈত্র, যিনি আমাদের দুটি পত্রিকা ভাষা এবং মুক্তধারা -র মুদ্রিত সময়কাল থেকে আমাদের অনেক কাজে জড়িয়ে থেকেছেন। থেকেছেন আমাদের বই প্রকাশনার প্রচ্ছদনির্মাণেও। আমাদের আশা, অন্যান্য সংখ্যার মতো এই সংখ্যাটিও পাঠকের মনোগ্রাহী হতে পারবে।
~ রাহুল ঘোষ 
২৬ এপ্রিল ২০২৪

--------------------------------------------------------------------------
মুক্তধারা অনলাইন-এ প্রকাশিত যে-কোনো লেখা ও ছবিতে দেওয়া তথ্য ও মতামত লেখক ও শিল্পীদের সম্পূর্ণ নিজস্ব। এইসবের সঙ্গে এই পত্রিকার সম্পাদক ও প্রকাশকের কোনো সম্পর্ক নেই। 
--------------------------------------------------------------------------

প্রচ্ছদ-চিত্রশিল্পী : পার্থ মৈত্র

Comments