দেবাশিস মুখোপাধ্যায়

১.
একটি বাড়ি পেরিয়ে আরেকটি বাড়ি
আসা-যাওয়ার পথে
মাধবীলতা
চোখ আটকে যায় 

কাঁচা আমের ডাল ঝুঁকে
মেয়েটি চেনে 
সতর্ক
রাস্তাটি পড়ে নেয় মনকথা

২.
রাতের বেলা জ্যান্ত পুকুর
চাঁদ মাখে
পোশাকহীন এই সাঁতার
মাঝেমাঝে শরীরের কোথাও
আনন্দ জাগায়

জলের গল্পে 
উত্তরের এক কবির মৃতদেহ
খুব টানে 
স্রোত থেকে দূরে থাকি

৩. 
চারতলার ব্যালকনি
টবে নয়নতারা
আর রঙ্গন 
ভালোবাসার হাত রাখি 

এরাই কবিতা হলে
কারা আত্মহত্যার প্ররোচনা দেয়
সাবধান বলার আগেই
ঝড় আর অবিরাম ধারা
অক্ষর গলে জল একঘর

Comments