সংঘমিত্রা চক্রবর্তী

অন্ধকার সরিয়ে কাছে এসো 
দাও না কানে সাহসী কিছু শিস   
কষ্ট এত কাঁদছি একা-একা   
লিখছি খালি বিষণ্ণতার দিস্তা!

রুদ্ধঘরে দম আটকে যায় 
জানালাগুলো খোলো না হাট করে 
একটা চুমু, একটুখানি ছোঁওয়া 
হারাই চলো নির্জনতার ভোরে।

চুলোয় যাক ঘেরাটোপের বেড়ি 
রান্না-খাওয়া না-হয় আজ বাদ 
নিন্দে করুক দু'জনেই সংসারী!
দিক না লোকে মিথ্যে অপবাদ!

থোড়াই কেয়ার বেশ করেছি প্রেম 
হিংসুটেদের সবেতেই প্রবলেম?

Comments