ভক্তগোপাল ভট্টাচার্য

রবীন্দ্রসঙ্গীত আধুনিক লোকসঙ্গীত দিয়ে 
নিজেকে নতুন করে সেলাই করতে বাদ সাধে শিলাবৃষ্টি
মেঘে-মেঘে বজ্রপাত 
সারাগায়ে অশুদ্ধ পতন জড়িয়ে শুধু-শুধু কিছুবছর আটকে পড়ি 
শাসকের অঙ্গভঙ্গিতে কুৎসিত শব্দের উচ্চারণ পঞ্চভূতের দেশে চাউনি আঁকি, পরস্পর কথার পর কথা 
স্বতন্ত্র স্বর্গ সংগ্রহ করতে গিয়ে প্রতিদিন পুরানোকে ভুলে,
ভুলে গেছি নিজস্ব ভাষা নিজের কথা  
বলতে গেলে ভুলে যাই, খুঁজে পাই না, বর্তমান ডাকে...
দুঃখ মেশানো ঘনবর্ষার ধারা 
মস্তিষ্কের প্রতিটি সেলে দুর্নীতির চিন্তা, চিন্তার দুর্নীতি
যুবক-যুবতীর হাতে বোকাবাক্স 
দেখি ধ্বংসে লেগে থাকা বেসরকারিকরণে...
অন্ধকার তার রূপকথা, বিজ্ঞাপনে উড়ে আসে 'লে ছক্কা'
এসব দেখে মনে হয়, ধ্বংসকর্ম কত সহজ!

Comments