১.
ছটফট করছে অন্ধকার
বাইরে
আলোরঙের প্রেয়সী
পায়ে-পায়ে ঘুরঘুর
ঝুনঝুন ঘন্টা
অন্ধকারও একা নয়
বাইরে অপেক্ষায়
প্রেয়সীরঙের আলো।
২.
সে-পথ দূর নয়
একপা-দু'পা এগোলেই
পাতাদের কোলাহল
সম্পর্কের শেকল
আমাকে এগোতে দেয়না
একা এবং বিচ্ছিন্ন হতে চাইলেই
ফুলেরা পাঠিয়ে দেয়
সুগন্ধি বান্ধব।
৩.
কেউ কি একা আছো
এই প্রকৃতির কলকলিতে
পিঁপড়ের মিছিল
টেনে নিয়ে যায়
তাদের শ্রমসংসার
শিক্ষিত হতে থাকি
কীটপতঙ্গ সমাজের পাঠশালায়
একা হলেও
চারপাশে
ভেসে বেড়ায়
হেসে বেড়ায়
নানারঙের সন্দেশ
৪.
রাস্তার হাত ধরে
নদীর বিছানায় আসি
একা-একা পান করি
নদীর যৌবন
যৌনতা সম্পর্কে
সাবধান করতে থাকে
মাছেদের সুশীল সমাজ
একা হতে চেয়ে
গাছের কাছে আসি
এখন
গাছ ও আমি
এই আমাদের দাম্পত্য
৫.
চিড়িয়াখানার ভিতর
আমি একা বৃদ্ধ
বেড়াতে যাই
হাতিদের সংসারে
একা-একা ঘুরে বেড়ানো চাঁদ
তাদের আত্মীয় হয়ে গেছে
এই দৃশ্য আমাকে
আবারও শিক্ষা দেয়
৬.
আমি এবং প্রকৃতি
কেউই একা হতে পারিনি
যারা একা বলে নিজেকে
সে একজন অন্ধ
মনের ভিতর বসত করে ছয়জনা
সঙ্গ দেয় না
একা এবং আমি
বয়ে বেড়ায় একাকিত্ব
বিসর্জন দেবার ছলে
জলের কাছে যাই
আমি এবং আরও কয়েকজন
আমার এবার আর একা সাজা হলো না
Comments
Post a Comment