আমি চিৎ হয়ে শুয়ে আছি ঘাসের ওপর
চারপাশে আর কোনো বিভ্রাট নেই। ভ্রম নেই।
গলার কাছে বিঁধে থাকা কাঁটাটা অনায়াসে সরে গেছে
আমি দেখতে পাচ্ছি
পাহাড়ের চুড়ো ছুঁয়ে যাচ্ছে মেঘের দল
চারদিকে নাম না-জানা কত ফুল হাওয়ায় দোল খাচ্ছে
জোছনার জলে রাতপরিরা স্নান সেরে অদৃশ্য হয়ে যাচ্ছে পথে।
পিছনে ফিরে আসার কোনো রাস্তা আমার জানা নেই।
কেউ একজন হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে।
সেও বোধ হয় জেনে গেছে, পথ অবরোধ করে দাঁড়ানোর মতো আমার আর কেউ নেই!
Comments
Post a Comment