পায়ে চাকা ? কিন্তু কেন? কিসের তাড়াতাড়ি
মাঠের পরে মাঠ পেরিয়ে অলীক কোঠাবাড়ি
আকাশজুড়ে টুকরো-টুকরো মেঘের টেরাকোটা
বৃষ্টিবিহীন নিমেষগুলো ভিজছে ঘামের ফোঁটায়
আলপথে যে দাঁড়িয়ে আছে ওকে জিজ্ঞেস করো
তোমরা কি সব সমরখন্দি? চাষবাস কিছু করো?
মহাকালের রথের ঘোড়া দিগ্বিদিকে ছোটে
আত্মভোলা বোকার মতো দাঁড়িয়ে নখ খোঁটে
মাঠের পরে মাঠ পেরিয়ে অলীক বাড়িঘর
ঘুমের মধ্যে পাক খেয়ে ওঠে তুমুল ধুলোঝড়
Comments
Post a Comment