ঈপ্সিতা বিশ্বাস

একটা উষ্ণ, প্রাণহীন, চিরবহমান দুপুর ভাসিয়ে আনে অনেকগুলো অভিমানের শুকনো মালা, মনখারাপের ঝিনুক…

আমি ঝিনুক কুড়াই, প্রতিটা ঝিনুক খুলে মুক্তোসম জড়ো করতে থাকি স্বেচ্ছামৃত্যুর যথাযথ কারণ। হুতাশের বালি দিয়ে তৈরি দুর্গের মাথায় পরিয়ে দিই অভিমানের মালা।

আজ আমার কোনো আক্ষেপ নেই। আত্মহত্যার উৎসব যে এত পরিপূর্ণ হতে পারে, আমার জানা ছিল না।


Comments