জীবনানন্দ বলেছিলেন, লেনদেন ঠিকমতো না-করতে পারলে
ভালোবাসা টেঁকে না।
স্বপ্নগুলো ঠিক যেন চারফসলি জমির মতো
যতই চাষ করা যাবে, ততই
মাটি উর্বর হবে, সার কম লাগবে, সোনার ফসল ফলবে
অধিক লাভজনক লাভের আশায় রাতপাহারা দিতে হয়
জলসেচের ব্যবস্থা যাতে সঠিক নিয়মে হয় তার ব্যবস্থা করতে হবে
তাহলেই প্রতিটি কৃষকের ঘরে জন্মাবে আরও জীবনানন্দ, রবিঠাকুর
মনে পড়ে টিউশন মাস্টারের কথা
এই পড়াটা একদম জলের মতো গিলে ফেলবি
কমন আসলেও আসতে পারে— আশাকরি ভালো রেজাল্ট করবি
জয় গোস্বামী বলেছিলেন, আমার হাতটা ছেড়ো না
তোমাকে হারিয়ে ফেললে আর খুঁজে পাবো না।
Comments
Post a Comment