রাজকুমার ব্যাধ

তার কাছে দেখাও কতটুকু অট্টহাসি 
রঙ্গমঞ্চে প্রাণের কথা কতবার শোনাও;
যতবার আঘাত দাও করো অবহেলা 
শিল্পীর মনোবীণা চুপ থাকেনি কোনোদিন—
প্রাণের আবেগে বাজালে জাগে সুর বেদনার।
ভাবনাপাহাড়ে উজ্জ্বল স্বপ্ন-কথা-ফুল ফুটে ওঠে;
ব্যর্থ অনুভবে ছিন্নভিন্ন সম্পর্কে পারিনি কেবল দৃঢ় হতে—
মন সমস্ত হাহাকার বিষয় যবনিকা টানতে পারিনি আজও।

কেন-না অনুভূতি তো অদ্ভুত! বিকশিত হোক; নবরাগে প্রেরণা;
সর্বনাশা অন্ধকার হতে পারে না নিত্য-সহচর—
গেয়ে যাও স্নিগ্ধ পদক্ষেপে ভালোলাগার সঙ্গীত।
ক্ষীণ ভয় ক্লান্তি আর সন্দিহান দূর হোক সব—
অস্থি মজ্জামাংসে স্বচ্ছন্দে ফিরে পাক আনন্দ;
বিস্বাদ ভেঙে উঠে আসুক উষ্ণ স্বাদ আহ্লাদ।

Comments