বন্দরে ফিরছে জাহাজ, তুমি ডেকে দাঁড়িয়ে।
স্রোতে, হাওয়ায় অপসৃয়মান মধ্যাহ্ণ পেরোনো রোদ
চোখে গাঢ় কালো রোদচশমা, চূর্ণ অলক,
কে বলেছে চল্লিশ পেরোনো বুড়ি চাঁদ,
তুমি এখন এদেশে মাঝেমধ্যে আসো
আমি তাকিয়ে আছি
নিরাসক্ত, বিদেশিনী কোনো পর্যটকের মতো
বালুচরে আছড়ে পড়ছে ঢেউ, প্রবল হাওয়া,
বালুচরে কবেকার লেখা নাম ধুয়ে যাচ্ছে নীরবে নিভৃতে।
Comments
Post a Comment