সুদেষ্ণা গঙ্গোপাধ্যায়

এক-আকাশ আলো নিয়ে জেগে উঠি


প্রতিদিনের কথামতো গাছ-যত্ন আমাকে নিয়মানুবর্তী করেছে
মাটি খোঁড়া, ডাল কাটা, কুঁড়ি-আদর যতকিছু মন-আখর
রাতের অ্যান্টিডিপ্রেসান্টের সক্রিয়তা ভুলতে ব্যস্ত হই
এই যে পৃথিবীর ওপর অনেক পৃথিবী চৌকো বহুতল, ছিটেবেড়া
ওদের উঠোনে রোজ সতেজ চারা লাগিয়ে আসি
একটা 'গোলাপ ফোটাবো'-ইচ্ছা বেড়ে উঠে ডালপালা মেলেছে

কচি ডাবের সবুজ গায়ের মতো সাহস নিয়ে স্বপ্ন লিখে রাখি।


অপেক্ষায় আছি দায়িত্ব-কর্তব্যপালন সমাধা করে
নিজের জন্য ঘড়ি কিনবো।

Comments