প্রসঙ্গত

যাঁরা একটু সিরিয়াসলি পত্রপত্রিকা করেন, বিশেষত লিটল ম্যাগাজিন, তাঁরা নিজেরাই অনুভব করেন, পত্রিকা নিয়ে নতুন-নতুন ভাবনা কীভাবে মাঝেমাঝেই আমাদের ব্যতিব্যস্ত করে তোলে! হয়তো সেইসব ভাবনার অনেকগুলোরই রূপদান করা সম্ভব হয় না। অথবা যেরকম চাওয়া হচ্ছিল, কাজ করতে গিয়ে তার অনেকটাই পরিবর্তন করতে হয়। কিন্তু ভাবনাটা হঠাৎ আসে, এবং কিছু একটা পরিণতি পাওয়ার আগে পর্যন্ত চলতেই থাকে। আমাদের এই মুক্তধারা অনলাইন-এর ভাবনাও সেভাবেই হঠাৎ এসেছিল। 

যাঁরা 'মুক্তধারা'-কে আগে থেকেই জানেন, তাঁরা অবগত আছেন যে, আমাদের এই কাগজটি ক্ষুদ্র কবিতাপত্র রূপে জন্ম নিয়েছিল ১৪২৪ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ, রবীন্দ্রনাথের প্রয়াণদিবসে। ইংরেজি তারিখ ছিল ৮ আগস্ট ২০১৭। তীব্র এক বর্ষণমুখর সন্ধ্যায় কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র -এর ঘরে 'মুক্তধারা' আত্মপ্রকাশ-উন্মোচন হয়েছিল লাইব্রেরির প্রাণপুরুষ সন্দীপ দত্তের হাত দিয়ে। তখন থেকে 'মুক্তধারা' মুদ্রিত পত্রিকাই ছিল; যেখানে শুধু কবিতা, কবিতা-বিষয়ক গদ্য এবং কবিতার বইয়ের আলোচনা ছাপা হতো। সঙ্গে ছিল, ২০০১ সাল থেকে এখনও প্রকাশিত হয়ে চলা আমাদের অপর পত্রিকা 'ভাষা'-র দীর্ঘ অভিজ্ঞতার সহায়। গত বছর, ২০২২-এ এসে 'মুক্তধারা' একটি প্রকাশনাতেও পরিণত হয়েছে। ছোট্ট পরিসরে কয়েকটি কবিতা ও গদ্যের অন্যরকম বই প্রকাশ করে পাঠকের ভালোলাগা পেয়েছে। কিন্তু সেখানেই কি থেমে থাকলে চলে! অতএব কিছুদিন আগে থেকেই মাথার পোকাটা আবার নড়াচড়া করতে থাকে। সেই নড়াচড়ার ফলেই একদিন হঠাৎ মুক্তধারা অনলাইন-এর ভাবনা চলে আসা, এবং ত্বরিতগতিতে তার রূপরেখা ঠিক করে ফেলা। এই ২০২৩-এর ১৫ মার্চ সন্দীপদা প্রয়াত হয়েছেন। তিনি থাকলে, আমাদের এই নতুন উদ্যোগকে তাঁর আপাত-গাম্ভীর্যের আড়াল থেকে মৃদু হেসে স্বাগত জানাতেন নিশ্চয়ই।

মুক্তধারা অনলাইন  আসলে 'মুক্তধারা' কবিতাপত্রেরই নবপর্যায়। যেহেতু নবপর্যায়, তাই তার নবরূপও নির্মিত হয়েছে। এখন থেকে আমরা অনলাইন পত্রিকা রূপে আসতে চলেছি, প্রতিমাসে একবার করে। একইসঙ্গে শুধু কবিতাকেন্দ্রিক সীমানা অতিক্রম করে, আমরা মুক্তধারা অনলাইন-কে ছড়িয়ে দিচ্ছি সৃজনশীলতার অন্যান্য ধারায়। নবপর্যায়ের প্রথম সংখ্যায় তাই কবিতার সম্ভারের পাশাপাশি থাকছে চারটি মুক্তগদ্য, তিনটি গল্প, একটি বইয়ের আলোচনা এবং কয়েকটি ছবির আয়োজন। ভবিষ্যতে আমরা বিষয়বৈচিত্রকে আরও প্রসারিত করতে আগ্রহী। 'ভাষা' ও 'মুক্তধারা'-র সঙ্গে নতুন পরিচিতদের জন্য রাখা হয়েছে আমাদের পুরোনো পাতা  নামে একটি বিভাগ। সেখানে আমাদের পুরোনো সঙ্গীরাও ফিরে পড়তে পারবেন অতীতের বিভিন্ন সংখ্যায় প্রকাশিত কিছু-কিছু লেখা। আমাদের আশা, 'ভাষা' এবং 'মুক্তধারা' যেভাবে তার লেখক-পাঠক-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা পেয়ে এসেছে, এখনও তাই পাবে।
~ রাহুল ঘোষ
২০ জুন ২০২৩
রথযাত্রা | ৪ আষাঢ় ১৪৩০


প্রচ্ছদ ছবি-ঋণ : রেস্ট জোন

Comments