সুব্রত চৌধুরী

আমি বড়ো হলাম যে-বটগাছের ছায়ায় 
বেড়ে উঠলাম যে-নিরাপত্তার দম্ভে 
তার স্মৃতি এখনও অমলিন... 
সেখানেই গড়েছি আমার শখের ছাদবাগান 
পেতেছি স্বপ্ন দেখার বিছানা আর 
মাথার কাছে রেখেছি বটের ঝুরি ধরে 
দোল খাওয়া শৈশব—
ফ্রেমে বাঁধানো ছবিটা সত্যিই অসাধারণ! 

তবে সন্ধ্যায় আমার এই 'অচেনা' ঠিকানায় 
আর ফেরে না অরণ্যের পাখিরা 
ফেরে না নীড়মুখো সাঁঝের কলতান—
আলোর বন্যায় ধুয়ে গেছে 'চেনা' অন্ধকার 
মাথা তুলেছে ধুলোহীন আভিজাত্য।
           

Comments