এইমাত্র জানলাম একদিন তুমি অন্ধকারের নাম রেখেছিলে
আলো নয়, বিপরীত কিছু
অস্পষ্ট
তারপর, একসময় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লো
উলঙ্গ ল্যাম্পপোস্ট
কেউ-কেউ ধরে নিল
'নাথিং' শব্দটি বেদানারঙের ঘ্যানঘ্যান
বাজারদর বাড়লেই
দেওয়ালপ্রমাণ আয়না থেকে বেরিয়ে পড়ে
নকশাদার ছায়াজাল
তুমি কি আজও জানো
অন্ধকারে অচেনা বলতে কিছু নেই
তাই প্রতিদিনই আলো রাস্তা ছাড়লে
চাঁদের কাছে লোডশেডিং-এর গল্প করি।
Comments
Post a Comment