ভেবেছিলাম একডাকে ছুট্টে ফিরে আসবো,
কিন্তু পারিনি, প্রবলভাবে এক পিছুটানে বাঁধলো বোধ;
ফিরিনি হয়তো সেভাবে তবু ফেরা হলো অনুযোগে,
বহুদিনের লজ্জা ঘৃণাগুলো তখন বাষ্পীভূত আকারে ক্ষোভ।
এগিয়ে চলি আরও, সামনে অধরা তেপান্তর;
ততদিনে চুকেমুকে গেছে, রূপান্তরিত হয়েছে যত মনান্তর।
ভূগোলে আমি বরাবরই কাঁচা, ইতিহাস আবার আমার আবেগ,
বিজ্ঞান, বিবেচনাগুলোকে আবার বিচারবুদ্ধি দিয়ে কাদা খোঁচায় রোজ!
ততদিনে আমার হার্ট ছুঁয়েছে কোলেস্টেরল,
আমিও তখন হৃদয়ঘটিত জ্বরে পুড়েই ধিকিধিকি আঁচে জ্বালিয়ে ফেলছি অনুভূতিবোধ,
দু'চোখের কোন অকাল শ্রাবণ ঘোরে,
নোনা স্রোতে ভিজছে গোটা শরীরী রোধ,
গলা দিয়ে একঢোঁকে নামছে '৬৫০ প্যারাসিটামল'।
Comments
Post a Comment