তসলিমা নাসরিন

স্নান করতে ইচ্ছে করছে না,
স্নান করলে তোমার স্মৃতিগুলো শরীর থেকে চলে যাবে। 
যদি করতেই হয় স্নান,
মনকে বলবো মনে রাখতে, 
মন যদি ভুলে যেতে থাকে, লিখে রাখবো তোমাকে। 
তোমাকে পড়বো।
তুমি ভুলে যাও, যাও; আমি ভুলবো না।



★ তসলিমা নাসরিনের এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল 'মুক্তধারা'-র দ্বিতীয় মুদ্রিত সংখ্যায়, নভেম্বর ২০১৭-য়।  আমাদের পুরোনো পাতা বিভাগে মাঝেমাঝে এইভাবে আমরা ফিরে পড়বো আমাদের 'মুক্তধারা' এবং আমাদের ২২ বছরের পত্রিকা 'ভাষা'-র মুদ্রিত পাতায় প্রকাশিত কিছু পুরোনো লেখা।

Comments

  1. ভালো উদ্যোগ। কবিতাটিও বেশ ভালো লাগল।

    ReplyDelete

Post a Comment