রবীন বসু

পাখিরা দিক ভুল করে না, করে মানুষ

ছায়া ও কায়ার মধ্যে গুপ্ত অভিসার খেলা করে

সেখানে তৃতীয়জন কেউ এসে গেলেই

সম্পর্ক বিচ্ছেদ ডাকে, ডেকে ওঠে ফেউ…

জটিলতা অতিক্রম করে কাঁটাতার

বৈদেশিক বিনিয়োগ আর সম্ভাব্য ভ্রষ্টাচারে

আমাদের অর্থনীতি টলমল করে…


কলম্বাস কান পেতে থাকে ভারতের দিকে

ভাশ্ কু দ্য গ্যঁমা কালিকটে এসে উপস্থিত হয়

সবচেয়ে দীর্ঘ সমুদ্রযাত্রায় সাবমেরিনের গন্ধ নেই

তবু নির্ঘুম সভ্যতা, কিসের যেন গন্ধ শুঁকে-শুঁকে

                               ঘুমিয়ে পড়ে অকাতরে…

Comments