সন্তোষ ভট্টাচার্য

ফুলের মতো গা ঢেকে আমি বেরিয়েছি সন্ধ্যাবেলা
আমার গন্ধ কেউ পায়নি। টাটকা ভোরের আলো,
আমার ছুরি, আমি লুকিয়ে নিয়েছি আস্তিনে।
আমার সেরা দুঃখগুলো গেঁথে-গেঁথে বানিয়েছি
আমার বাগদানের অঙ্গুরীয়। তোমার কাছেই যাচ্ছি।
রাত্রির পাড় থেকে যখন উঠে আসবে গাঢ় নীল অন্ধকার,
তখন তোমায়-আমায় দেখা হবে। খনিজ পদার্থে
বিম্বিত হতে থাকবে তোমার মুখ। এ যেন দৃশ্য থেকে দৃশ্যান্তর।
শত জনমের ঈপ্সায় আমি নতজানু হয়ে
অঙ্গুরীয় পরিয়ে দেবো তোমার আঙুলে। তারপর, তারপর,
তোমাকে-আমাকে একসাথে ছুরিকাবিদ্ধ করবো।
সেই অপাপবিদ্ধ প্রভাতে বিশ্বের প্রথম ভালোবাসা খসে-খসে পড়বে।
মুগ্ধ হয়ে মুছে যাবে চরাচর। জমবে ভালো। জমবে আরতির আলো।
তারপর, আমি ডেকে-ডেকে আমার সুখ-দুঃখ সব বিলিয়ে দেবো।

Comments