তীর্থঙ্কর সুমিত

কিছু কথা থেমে নেই
থেমে নেই ছোঁয়াছুঁঁয়ির প্রতিশ্রুতি
না-বলা মুহূর্তগুলো আজও
হাতঘড়ির দিকে তাকিয়ে
এক-দুই
বদলেছে দাবার চাল—
লুডোর ঘুঁঁটি 
কথাকলি মনে আছে 
জামবনে জাম পাড়ার গল্প
আজ ঠুকরে দিচ্ছে
কাকাতুয়ার কাকতালিয়তা।

Comments