রবীন্দ্রনাথ দাস

বৃষ্টিও কথা বলে
আমি জানি তার ভাষা। 
কত সুখ আর কত তার ব্যথা, 
গোপন রাখে সব মেঘে। 
যখন সে পড়ে ঝরে 
বলে যায় জীবনের কথা।

Comments