স্মৃতির অ্যালবাম খুঁজতে-খুঁজতে দেখলাম তোমার ছবিগুলো কেমন ঝাপসা হয়ে গেছে।
রাত বারোটা পঞ্চান্ন।
আমার ভাঙাচোরা মনবাড়িটা ভীষণ জ্বরে পুড়ে প্রলাপ বকছে।
বাইরে বৃষ্টির জলে ভিজে চুপচুপে নিয়ন, গরম হাওয়ার স্রোত,
খোলা জানলায় ভেসে যাচ্ছে এলোপাথাড়ি চিঠির অক্ষর।
আমার দু'হাতে আমৃত্যু শিকল।
Comments
Post a Comment