চল্লিশ বছর ধরে আমি অনবরত মরে চলেছি। শবদেহের ভিতরে ঘাপটি মেরে পড়ে রয়েছি যেন জীবনের সিক্রেট এজেন্ট। চল্লিশের পর আমার বয়স বাড়েনি। আমার মৃত্যু এখন একটি বিন্দুতে স্থিত। চল্লিশ বছর ধরে আমি একটি বৃত্ত এঁকেছি। পরিধি জুড়ে ভ্রাম্যমাণ জীবনের ক্ষিতি, অপ, তেজ, মরুৎ ও ব্যোম। অজস্র সরলরেখা টেনে চেষ্টা করেছি দুটি বিন্দুতে একটি পূর্ণ জীবন রাখার। ব্যর্থতা ছড়িয়ে পড়েছে বৃত্তের ভিতরে। প্রত্যেকটি সরলরেখা হাসতে-হাসতে আমার মৃত্যুর ভিতর প্রবেশ করেছে। অনিবার্য করেছে ক্রুসিফিকেশন। নিশ্চিত করেছে, মৃত্যুর ভিতর রয়েছে কারসাজি। কারসাজির ভিতর রয়েছে একের অধিক মৃত্যু। তবুও জীবনের লোভে টলতে-টলতে ওই একটি বিন্দুর উপর ক্রমাগত পেনসিল ঘষে যাচ্ছি বৃত্তটিকে ছিঁড়ে দুইভাগে জন্ম আর মৃত্যু নির্দিষ্ট করার জন্য।
sundar
ReplyDelete