
মনে পড়ে সবকিছু। প্রথম যৌবনের উন্মাদনা। তোর সাথে জীবনের গাঁটছড়া। অনেক স্বপ্ন-আবেশের দীর্ঘ রোদজ্বলা দুপুরে টালির ঘরের আবছা আঁধারে শরীর টেনে নেওয়া তেলচিটে বিছানা। তোর শরীরের ঘেমো গন্ধে...বাহুমূলের মোলায়েম লোমের পরশ...দু'জনের চপচপে ভেজা শরীরে হাঁপরের ওঠানামা...আলাদা রসায়ন। বড়োখোকার আগমনে অর্থচিন্তা, আর বাৎসল্য প্রেম...মন কেড়ে নেয় দুটোই। চলতে থাকা জীবনে এখন খুব-খুব গরম লাগায়, এসি হাওয়া। তোর-আমার অনেক দূরত্ব কি আলাদা গল্প? আর নির্ভরতা? ওটা কি ভালোবাসা?
Comments
Post a Comment