তবুও চোখ গড়িয়ে যায় নদীর দিকেই!
গন্তব্যহীন একটি উদাস দিনে
স্মৃতির ডাকপিওন আসে না আর
দূর থেকে ছায়া সরে যায় নিস্তব্ধ খেয়াঘাটের দিকে
পিঠখোলা নদীর আরও-আরও একটু
আলোর প্রয়োজন
ভেতরে-ভেতরে বসে আছি
ঘুম আসছে না রাতের চোখে
সেতু ভাঙার গভীর আবহে
জলের বুকে একটা ভায়োলিন হেঁটে বেড়াচ্ছে
অনন্তের পথে-পথে
Comments
Post a Comment