সূর্য খোঁজার দায়ে সে ছায়া হয়েছিল যেদিন,
মাঝসন্ধ্যার বটে তখন অস্ত যাবার চিরাচরিত প্রক্রিয়া
তুমি স্থির। স্থবির।
চোখে তোলপাড়, বুকে আটপৌরে অজগর
খোলস ডুবে আছে চাঁদের একগজ অদৃশ্য অন্ধকারে
নাছোড় আঙুল ছুঁয়ে বয়ে যাচ্ছে নদীমাতৃক সুখ
বিশেষণ ব্যবহারে নাকউঁচু সে
অকারণ অমাবস্যার দিকে তার বাড়িয়ে দেওয়া তর্জনী
আশ্রয়ের জানালা খালি ছিল বলেই কি সেই তর্জনীতে বুনে দিলে ঝাউবন?
খুলে যাচ্ছে পরত
চন্দনকাঠে শ্রীলক্ষ্মী
এসবের চেয়ে বরাবর তুমি ভালোবেসেছো তার শূন্যসহজ চোখ
অঙ্কহীন সৌধমিনার
কান্নার থেকে আদিম আশ্রয়...
থাক, জড়ো করো আরও কিছু গোপনীয় কোণ
Comments
Post a Comment