চতুর্দশীর চাঁদ ছিল সাথে
ঢাকা ছিল ধানক্ষেত হলুদ আঁচলতলে
তুমি আসবে বলে
তিলফুল ফুটেছিল
আলতারাঙা আলপথে
গোধূলির রঙে আঁকা একবুক স্বপ্ন আমার
চাঁদের নোলক পরে...মেঘের ভেলায় ভেসে...
আজন্ম-প্রতীক্ষায় আমি যেন এক রাইকিশোরী
তুমি এলে, তুমি এলে অবশেষে
প্রেমিকের বেশে
সূর্যের শেষ আভাটুকু বুকে নিয়ে
আর তখনই
আমার লালিত সব স্বপ্নগুলো তোমাতে মিশে গেলে
দিগন্তের বেহালায় কখন যেন আমিও গোধূলিপ্রেমিকা হয়ে যাই।
Comments
Post a Comment