এলা বসু

এখন সে চুপ
মনে-মনে হাসছে
লোকটা রোজ আট-দশবার
তাকে নিরীক্ষণ করতো
ঘড়িটিও সময় দিত নির্ভুল
যাকে বলে কাঁটায়-কাঁটায় ঠিক সময়!  
মাঝে একটা সময় ঘড়িটি বন্ধ ছিল
লোকটিও অভ্যাস বদলে ফেললো

Comments