অথচ বেঁধে দেওয়া সময়ের মধ্যেই
একটি ঢিল ছুঁড়েছিলাম ঢেউয়ের ললিতকলায়
মৃদু আন্দোলন উঠেছিল
শরাবের বুদবুদযুক্ত চাঁদের আলোয়
তারপর ঘুমের বুকে আছড়ে পড়েছিল আলতো নেশা
কী অদ্ভুত!
সেই থেকে জঙ্গলের ভেতর ব্যাঘ্রের হুঙ্কার
লোকায়ত বিশ্বাসের ভিতে থরোথরো কম্পন
আমাদের জন্যে নিষিদ্ধ সবই!
তবুও তো ঠোঁটে ওঠে রক্তজবার অঞ্জলি
জিহ্বা বিকশিত হয় পুষ্পক্রীড়ায়
সম্মোহিতের মতো বলে উঠি,
এরপরই না-হয় মৃত্যু হোক আমাদের...
Comments
Post a Comment