'মুক্তধারা'-র নবপর্যায় রূপে মুক্তধারা অনলাইন -এর আত্মপ্রকাশ খুবই সাড়া জাগিয়েছে। একথা লিখতে পারা যতটা আনন্দের, ঠিক ততটাই দায়িত্ব বেড়ে যাওয়ার। দায়িত্ব বেড়ে যাওয়া এই কারণে যে, জুন ২০২৩ সংখ্যা যাঁরা পড়েছেন এবং যাঁরা ওই সংখ্যার লেখক ও শিল্পী, সকলের কাছেই এর নতুন রূপ খুব গ্রহণীয় মনে হয়েছে। বিভিন্ন বিভাগের বিস্তার, লেখা মনোনয়ন, পত্রিকার অঙ্গসজ্জা ও প্রচ্ছদনির্মাণ ইত্যাদি সবই তাঁদের খুব গোছানো ও দৃষ্টিসুখকর মনে হয়েছে। এর ফলে, আমরা যেমন আরও ভালো কাজ করার উৎসাহ পাচ্ছি, তেমনই নিজেদের ঠিক করে নেওয়া মানদণ্ড থেকে নিজেদের ভবিষ্যতের কাজ যেন কোনোভাবেই খারাপ হয়ে না-যায়, সেইদিকেও নজর রাখতে হচ্ছে। একজন সম্পাদকের কাছে দায়িত্ব বেড়ে যাওয়ার এর থেকে স্পষ্ট সংকেত আর কী হতে পারে!
ইতিমধ্যে গ্রীষ্মের দাবদাহ পেরিয়ে বর্ষা এসেছে বঙ্গভূমিতে। আগের সংখ্যার প্রচ্ছদে ভাঙাচোরা সময় ও ব্যক্তিজীবনের ক্রাইসিসের অন্ধকার থেকে, আমাদের এবারের প্রচ্ছদেও তাই সেই সজল-সবুজ বর্ষার ছোঁয়া। যদিও এই বর্ষার ধারা মানুষকে শীতল করতে পারেনি, বিশেষ করে পশ্চিমবঙ্গে। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ক্ষমতার যে-নির্লজ্জ আস্ফালন দেখা গেল এই রাজ্যের অধিকাংশ গ্রামাঞ্চলে, তার রেশ এসে লেগেছে আমাদের শহরগুলোতেও। ভারতের অন্য কোথাও, কোনো রাজ্যে, কোনো নির্বাচন উপলক্ষে মানুষকে যে এইরকম দুর্বৃত্তায়নের ফল ভোগ করতে হয় না, এই সত্য আরও একবার পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছে দেশের মধ্যে পশ্চিমবঙ্গ আজ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে! দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গের তথাকথিত বুদ্ধিজীবীরা প্রায় সকলেই এই ব্যাপারে একদম চুপচাপ! ক্ষমতার কাছে প্রিয় ও সুবিধাভোগী থাকতে চেয়ে তাঁরা যে নিজেদের বিবেক বিসর্জন দিয়েছেন, তা এই বঙ্গের মানুষ বহু আগে থেকেই জানেন। কিন্তু তাঁরা যে একইসঙ্গে চক্ষুলজ্জাহীনও হয়েছেন, সেই সত্য এখন আরও একবার প্রমাণিত হলো। সাধে কি 'বুদ্ধিজীবী' শব্দটি এখন একধরনের গালাগালিতে পরিণত হয়েছে বাংলা ভাষায়!
এইরকম আবহেই প্রকাশিত হচ্ছে মুক্তধারা অনলাইন -এর জুলাই ২০২৩ সংখ্যা। আগের সংখ্যাটির মতো এবারেও আমরা সমৃদ্ধ হয়েছি বিভিন্ন বিভাগের উপস্থিতিতে। বিভিন্ন ধারার গল্প, মুক্তগদ্য, কবিতা ও ফটোগ্রাফির সঙ্গে থাকছে একটি প্রবন্ধ এবং একটি কবিতা-বইয়ের আলোচনা। আগামী সংখ্যায় আমরা যে নিয়মিত বিভাগগুলোর পাশাপাশি একটি বিশেষ বিভাগ রাখতে চলেছি, সেকথা আমাদের অবহিত পাঠকেরা ইতিমধ্যেই জেনে গিয়েছেন। এছাড়াও একটি নতুন পরিকল্পনা নিয়ে ভাবনাচিন্তা চলছে; যা আগস্ট সংখ্যা প্রকাশের অনেক আগেই পাঠকদের জানাতে পারবো, আশা করছি। মুক্তধারা অনলাইন জুন সংখ্যায় যেভাবে লেখক-পাঠক-শুভাকাঙ্ক্ষীদের কাছে গৃহীত হয়েছে, সেইভাবে আদৃত হতে থাকলে, আরও অনেক ভাবনায় তার বিস্তার ঘটবে— এইটুকু নিশ্চয়তা দেওয়াই যায়।
~ রাহুল ঘোষ
১৫ জুলাই ২০২৩
২৯ আষাঢ় ১৪৩০
প্রচ্ছদ ছবি-ঋণ : শ্যামলী কাশ্যপ/আনস্প্ল্যাশ
Comments
Post a Comment