একটু-একটু করে উন্মোচিত সব...
একদল নেকড়ে নখ দিয়ে আঁচড় কাটছে,
তুমি ঢাকছো তোমার শ্যামল কান্তি,
ঊষর মরুভূমি, আর তেজপাতা রঙের নদী।
এক-একটা ভাঁজে লাবণ্য আর ঋতু পরিবর্তন।
তোমার পিঠে লোক উঠছে-নামছে,
একটা মোড়ে কয়েকহাজার লোক অপেক্ষা করছে,
ধেয়ে আসছে আক্রমণকারী দল
সহস্রাদি অশ্বের খুরে ছিন্নভিন্ন;
এমন সময় একজন চুম্বনে-চুম্বনে ভরিয়ে দিল
তুমি নারী, তুমি রজঃস্বলা, তুমি গঙ্গার থেকে শুদ্ধ।
এ-দেশ পবিত্র নারীর, এই মেনে একে-একে সবাই নেমে গেল!
রয়ে গেল উনত্রিশটা খাঁজ।
Comments
Post a Comment