চাঁদের বুড়ি আসলো যেদিন, তাতে সর পড়লো।
তারপর সর জমে-জমে একেবারে বরফের পাথর
তুমি সেই বরফের ওপর চলতে-চলতে পড়ে গেলে পা পিছলিয়ে।
আমি এসে তুলবো সে উপায় ছিলো না আমার
আমি হ্রদের ধারে তখন গাছ, তখন আমার শিকড় গভীরে।
তুমি পড়ে গেলে, আবার কেমন করে যেন ডুবেও গেলে
আমার রক্তে। আমার দিকে তাকালে একবার কেমন করে।
আমার বানানো স্লেজ চড়ে খেলছিলো উলঙ্গ বরফের শিশুরা।
তারা মজা পেলো, তারা হাততালি দিয়ে উঠলো।
তুমি মিশে গেলে আমার রক্তে। তিরতির করে রক্ত।
সেই থেকে আমি তোমাকে নিয়েই চলেছি।
বরফের উলঙ্গ শিশুরা আজও খেলে আমার ধারে-ধারে।
Comments
Post a Comment