সমীরণ কুণ্ডু

মৃত্যুর আগে ও পরের মুহূর্তটুকু—
অরণ্য থেকে অরণ্যে বোবা মেঘমালা 

ঘাত-প্রতিঘাত আছে, আতঙ্ক প্রতিশোধের
ভালো লাগা, কাম, সমকাম, প্রতারণা—
ইত্যাদি গোছের জটিল ক্রীড়া

ধ্যানে বসেছিলাম, কালও বসবো—
নদী ও সমুদ্রতটে চোখ খুলে দেখি
ব্যাখাতীত অনন্তের সুতো

সোনাল বসে ছিল পাশে— দেবীপক্ষ 
পেশায় চিকিৎসক— রহস্য একটু বেশি
আমার ঘরেও তখন চাপানউতোর
ভাসান তরঙ্গে যেটুকু ধরা গেল
তরী বহুবিধ দূরের দিকে উধাও

অথচ আমার যাওয়া হলো না

Comments