কৌশিক চক্রবর্ত্তী

প্রয়োজনে সবকিছু বদলে যায়
একটা অন্ধকার ছায়াবৃত্তের চেহারাতে...

দোপাটির চারায় বস্ত্রহীন একাকিত্ব
সব নীহারিকার সংসারে পালক নেই
ঘেরাটোপে থাকতে চেয়েও একনিষ্ঠ রুমালদাগ

ফেলে এসেছি গ্যাসোলিন
এখনও উত্তাপ জমলে নির্ভরতা কমে ঘুমের...

সব খোঁড়াখুঁড়ি নিয়মবিরুদ্ধ নয়
হয়তো আলোর তেজে জমে যেতে পারে আঁশটে গন্ধ—

বঁটি সহনশীল...

তাও
সাঁতারের পরে মাছের শরীরে পরিচিত বিয়োগযন্ত্রণা...

Comments