গোবিন্দ মোদক

আলো পুড়লেই অন্ধকার ভয়ে পালায় 

এটা কোনো কাজের কথা নয় 

তবু দহনে-দহনে যে নিদারুণ জ্বালা 

তার প্রতিক্রিয়াও কম নয় 

কিন্তু এসব ছেঁদো কথা বাদ দিলেও 

সূর্য জ্বলে, নক্ষত্র জ্বলে 

জ্বলে অগণিত তারকাপুঞ্জ 

জ্বলে অযুত-নিযুত শক্তির উৎস 

জ্বলে আশা, ভালোবাসা, 

চাওয়া-পাওয়ার রকমফের 

জ্বলি আমি, জ্বলো তুমি 

একটু-একটু করে জ্বলে ভালোবাসার মোমবাতি

নীরব দর্শক হয়ে মোমদানি ভাবে—

প্রয়োজন ছিল কি এত কিছুর!

উত্তর মেলে না। 

অথচ চলতেই থাকে নিদারুণ দহনক্রিয়া।

Comments