নিশিকান্ত রায়

শূন্যতাটুকু যেখান থেকে আসে 
তার কাছেতে নিতুই বসবাস 
বাবার মতো জীবন ভাসে ঢলে 
বাবার কাছে জমে থাকে নিঃশ্বাস।

ইচ্ছেডানায় মেঘ সরে হয় ফুল 
ভর করে তায় তাপ ও অনুতাপ 
রঙ ভেসে যায় রঙধনুটার গায়ে 
বাবার কাছে জমে থাকে উত্তাপ।

ভাব অনুভব ফেলছে শিশিরকণা 
কুড়িয়ে রাখে ফুটফুটে দিনগুলো 
যেখান থেকে আলোর কণা ভাসে
বাবা ফোটায় হাজার রঙিন ফুলও। 

একুল-ওকুল একাত্ম সেই নদী 
বাবার জন্য শুধুই ব্যাকুলতা 
পারাপারের ঘাট হয়ে যায় বাবা 
পৃথিবীটাই বাবার লেখা খাতা।

Comments