সুচরিতা চক্রবর্তী

যে নদী বুকে নিয়ে বাঁচি, তার শিকড়ে টান ধরেছে
অপারগ আমি ঢেউয়ের ধাক্কায়, দেবতা তুমি আসলে কে!  
ধৈর্যশীল কেউ হবে সেতু নির্মাতা; 
ভক্তে ভগবানের অদৃশ্য সেতু। 
আমার ভেতর উপনীত নদীর জলজ উদ্ভিদ খায় গলদা চিংড়ি 
কাঁকড়া ও চাঁদ যদিও এক নয়—বিষাক্ত ইন্দ্রিয় তাই বোঝে,  
দেবতারা ফেরায়নি হারানো কুঠার; ভালোবাসা; শয়নকক্ষ 
তিমির শিরদাঁড়া নিয়ে ছুঁয়ে থাকি তটভূমি, জল শান্ত হোক। 
আমার না-হোক, দেবতারা ফিরে পাও ফলদানকারী আস্থা।

Comments