ভোরের মৃতদেহ মুখে করে ঘরে ফেরা
রাতখাটুনির কয়লাখাদের শ্রমিক।
এই চিত্রপট থেকে
আফসোস-সূচক পাখিরা উড়ে চলে যাক,
আমি অন্তত এমনটিই চাই! বরং
লবণ মাখানো শ্রমজীবী বিছানায় জেগে
উঠুক উজ্জ্বল শিশুরা এবং ডার্ক সিনে
ঠিকরে পড়ুক রৌদ্রময় স্নান!
একটা ঝকঝকে পেঁচানো ডিএনএ সিঁড়িতে
দাঁড়িয়ে ওরা উঠে আসুক উপরে।
আরও উপরে, যেখানে ফুসফুসের নাচে
নেচে ওঠে অলৌকিক প্রজাতিরা!
Comments
Post a Comment