অমিয়কুমার চৌধুরি


আওয়াজ তোলার জন্য
মজুত রয়েছে তোর ঢাক,
নোংরা খুঁটে খাওয়ার জন্য
ঝাঁকে-ঝাঁকে উড়ছে কাক!

শিয়ালের আছে চালাকি
সিংহের আছে গর্জন
গোরুর আছে ত্যাগধর্ম
দাসত্ব হয়নি বর্জন!

বনের রাজা সিংহমশাই
অন্যদের কেবলই শাসায়,
অজাযুদ্ধ টিভির পর্দায়
পর্দার আড়ালে হাসছে কসাই!

Comments