মুর্শেদের গানে রোজ পাঠশালা বসে
পাথরের তসবি হাতে তিনি পেরিয়ে যান
গাথা ও দোঁহার নির্জন ছায়া
সন্ধের চৌকাঠে দাঁড়ায় মুশকিল আসান
তার লম্ফের ভুষোকালিতে জল নামে সারিন্দায়
তারের যন্ত্র থেকে ফোঁটা-ফোঁটা জল দ্যাখে
নিভু-নিভু চিরাগের দাঁড় বেয়ে
চলে যান দুনিয়াজাহানের পথে
জেব থেকে শুশ্রূষার পাত্র বাড়িয়ে দেন রাত্রির দিকে
দুঃখভেজা রুটি আলো চলকে তোলে সামান্যই
সব পেরেশানি ভুলে দেখি সে কুসুমভোর
সহজপাঠের পথে মৃদু গায়
ধুলোকুটো মুছে আঙিনার পোড়োরা বসেছে পুবমুখো
কুয়াশাঘুমের পাশে মাটির জানলা খুলে
সকাল আনেন সাঁই...
পাথরের তসবি হাতে তিনি পেরিয়ে যান
গাথা ও দোঁহার নির্জন ছায়া
সন্ধের চৌকাঠে দাঁড়ায় মুশকিল আসান
তার লম্ফের ভুষোকালিতে জল নামে সারিন্দায়
তারের যন্ত্র থেকে ফোঁটা-ফোঁটা জল দ্যাখে
নিভু-নিভু চিরাগের দাঁড় বেয়ে
চলে যান দুনিয়াজাহানের পথে
জেব থেকে শুশ্রূষার পাত্র বাড়িয়ে দেন রাত্রির দিকে
দুঃখভেজা রুটি আলো চলকে তোলে সামান্যই
সব পেরেশানি ভুলে দেখি সে কুসুমভোর
সহজপাঠের পথে মৃদু গায়
ধুলোকুটো মুছে আঙিনার পোড়োরা বসেছে পুবমুখো
কুয়াশাঘুমের পাশে মাটির জানলা খুলে
সকাল আনেন সাঁই...
সকাল আনেন সাঁই...
ReplyDeleteচমৎকার একটি কবিতা