অঞ্জন ব্যানার্জি


চেনা নামে অচেনা রাস্তা,  দু'পাশে কংক্রিটে শহুরে সুখ

চেনা বাড়ি ভেঙে অচেনা টাওয়ারজানলার পর্দার 

আড়ালে অপরিচিত মুখ

ঝোলানো বারান্দার নিচে আড্ডার রকে শনিমন্দির

রঙ বদলে সন্ধ্যায় চায়ের দোকান বাংলার শুঁড়িঘর

শর্টকাট গলিতে মোটরবাইকের সশব্দ আনাগোনা

রাস্তার নিচে ঢাকা নর্দমামাথা তুলে ম্যানহোলের ঢাকনা

পথে চেনা মানুষের কুঞ্চিত মুখ যন্ত্রণায় ঝুলে

চড়ুই উধাও, আকাশ ঢাকা কালো কেবলে

রেশনের গুদাম সরে সাজানো ডিপার্টমেন্টাল স্টোর 

কংক্রিটের জঙ্গলে সূর্য ওঠে, আসে না ভোর

হারিয়েছে চেনা হাঁটাপথ,  চেনা মানুষের শুভ সম্বোধন

Comments