সমাজ বসু

সপ্তাহ শেষ হয়নি। আজ আবার এক লরি ইট এল। ইটের পর ইট গাঁথছে নামী কোম্পানির সিমেন্ট। 
দৈর্ঘ্যে-প্রস্থে অতিকায় এক প্রাণী। দেওয়াল। দেওয়ালের এপার-ওপার। দূরত্ব প্রায় হাজার মাইল। বিবাদ এবং কলহ। কোনো বিজ্ঞাপন-বিরতি নেই।
পাড়া, এলাকা ছাড়িয়ে শহর। শহর পেরিয়ে শহরতলি। শুধু ইট আর ইট।

লেবারদের ওভারটাইম চলছে।

Comments