পার্থ বসু


সে-সব প্রত্নবাগানে, মুলিবাঁশের ফটক সরিয়ে
কণিকাদি ফুল তুলতে আসতেন
ঘাসের চেয়েও নরম পা, টুপ করে ফেলতেন ফুলের মতো
সে এক মায়া-পুরাণ
ছুটিতে দুই-কামরার বৃন্দাবনে, ফুটে উঠতেন বকুল দিদিমণি
আমি বীজগণিতে, বয়সের সূত্র মিশিয়ে
মহাপ্রভুর ভঙ্গিতে এগিয়ে দিতাম তাম্রলিপি খাতা
'প্রিয়তমা' পোস্টকার্ড ফেলে আসতাম লাল-ডাকবাক্সে
সে-সব ক্ষণজন্মা সন্ধ্যামালতী প্রেম
দেবীপক্ষের দু'দিনেই ফুরিয়ে যেত আমার সব ট্রাম্পকার্ড
তারপর সেই ফিরোজা ফকিরি
ট্রাপিজিয়াম গেম, চাঁদ ছুঁই কোজাগরী খেলা
আর সব বাড়িই জতুগৃহ জেনে, খুঁজে রাখা গুপ্তপথ।

Comments

Post a Comment