ভোরবেলা দেখলাম, অনেক...অনেকটা মেঘ
সকাল থেকে সারাদিন বৃষ্টি হয়ে চলেছে
নিচের ভেজা রাস্তাটা আজ একটু অন্যরকম লাগছে
রাস্তার যেমন হয় না কোনো শেষ কোনোদিন,
মেঘও একটার পরে একটা স্তর নেমে আসছে কাছে, আমাকে ছুঁয়ে দিয়ে নেমে যাচ্ছে ওরা নিচের রাস্তায়, তারপরে হেঁটে যাচ্ছে যে-যার ইচ্ছেমতো।
উৎসবের রাত, গাছের পাতায়-পাতায় সাজানো চকচকে আলোকমালা
আমার আজকের অলস দুপুর, কখনও জেগে থাকা ব্রহ্ম-মুহূর্ত...
আমার নতুন শহর দক্ষিণে....সমুদ্রপাড়ে
ঢেউ গুনে-গুনে সকাল থেকে কেটে যায় রাত
কিছু-কিছু বালি রোজ জমা হয়
উঠোনের আশেপাশে
তারই একআঁজলা জল....
Comments
Post a Comment