উৎসব ও বিষাদের এক আশ্চর্য যৌথ পরিস্থিতির মধ্যে মুক্তধারা অনলাইন-এর আগস্ট ২০২৩ সংখ্যা প্রকাশিত হতে যাচ্ছে। উৎসব এই কারণে যে, আগস্ট আমাদের স্বাধীনতার মাস, আমাদের অহংকারের মাস। বিষাদ এই কারণে যে, দেশ ও রাজ্যের বিবিধ মন খারাপ করে দেওয়ার ঘটনায় কোনো সংবেদনশীল মানুষ স্থির থাকতে পারে না। ৭৭ তম স্বাধীনতা দিবসের দিনে দাঁড়িয়ে পিছন ফিরে দেখলে, এ-দেশের অতি বড়ো নিন্দুকও স্বীকার করতে বাধ্য হবে, ৭৬ বছরের এই স্বাধীন গণতান্ত্রিক জীবনে ভারত বহুদূর এগিয়েছে। দেশভাগের যন্ত্রণা মনে রেখেই, সেই বিপর্যয় ও শোক কাটিয়ে উঠে ভারত আজ আর কোনো অনুন্নত দেশ নয়; বরং বিশ্বের অন্যতম সম্ভাবনাময় শক্তি। জনবিস্ফোরণ, দারিদ্র্য ও অন্যান্য সমস্যা সম্পূূর্ণ মোছা না-গেলেও, আগের তুলনায় অনেক উজ্জ্বল ভারতীয় সমাজের সাম্প্রতিক চেহারা। ঠিক তাই, দেশের কাছে আমাদের আশা অনেক। তবুুও দেশের বিভিন্ন প্রান্তে এমন ঘটনা ঘটে যায়, যা গাঢ় অন্ধকারের ছায়া নিয়ে আসে। কিন্তু আমাদের রাজনীতি-সর্বস্বতার কারণে সর্বত্র সমানভাবে নিন্দনীয় হয়ে উঠতে পারে না। আর, রাজনৈতিক কূপমণ্ডূকতার পীঠস্থান এই পশ্চিমবঙ্গ তো এই ব্যাপারে সবার শীর্ষে! এখানে প্রতিবাদ হয় রাজনৈতিক রঙ দেখে, শাসকের ছত্রছায়ায়, তাদের এজেন্ডা অনুযায়ী। এমনিতে "আমরা কি সত্যিই স্বাধীন?"-মার্কা ন্যাকাবোকা প্রশ্ন আজকাল আর কোনো ভারতবাসীর মনেই আসার কথা নয়। কিন্তু যতদিন পর্যন্ত আমরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে নারী-নির্যাতন প্রসঙ্গে মণিপুর ও পশ্চিমবঙ্গের নারকীয় ঘটনাসমূহের সমান প্রতিবাদ করতে না-পারবো, ততদিন ওই প্রশ্ন প্রাসঙ্গিক থাকবে। যতদিন পর্যন্ত আমরা জেএনইউ থেকে যাদবপুর—দেশের প্রাইম বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে দেশের অখণ্ডতা-বিরোধী কাজকর্ম থেকে নবাগত পড়ুয়াদের উপরে র্যাগিং নামক ভয়াবহ অত্যাচার-সহ সবরকম
বিপদজনক ও নিন্দনীয় ঘটনাকে ঘুমন্ত দৃষ্টিতে দেখা বন্ধ না-করবো, ততদিন ওই প্রশ্ন প্রাসঙ্গিক থাকবে।
আগস্ট আরও একটি কারণে আমাদের মুক্তধারা-র কাছে বিশেষ। আগস্ট তথা শ্রাবণ মুক্তধারা-র জন্মমাস। বাইশে শ্রাবণ মুক্তধারা-র জন্মদিন। রবীন্দ্রনাথের প্রয়াণদিবসেই যে মুক্তধারা-র জন্ম হয়েছিল ছয় বছর আগে; সেকথা আমাদের পুরোনো পাঠকেরা জানেন। এই কারণে আমাদের এই সংখ্যার বিশেষ আয়োজন 'আমার রবীন্দ্রনাথ' শীর্ষক ব্যক্তিগত গদ্যের একাদশ। এমনকি, এবারেই শুরু হওয়া ভ্রমণ বিভাগের গদ্যেও এবার রবীন্দ্রনাথ ও তাঁর শান্তিনিকেতন!
এছাড়া, কবিতা ও মুক্তগদ্যের সঙ্গে সহাবস্থানে আছে আমাদের এবারের ছোট্ট একটি গল্পসম্ভার, যার অন্যতম গল্প 'অপেক্ষার অবসান' আসলে আমাদেরই জুন ২০২৩ সংখ্যায় প্রকাশিত 'অপেক্ষা' গল্পের সিক্যুয়েল। প্রিন্টেড বা অনলাইন কোনোরকম লিটল ম্যাগাজিনে এই ঘটনা আগে ঘটেছে কিনা, জানা নেই।
এই সংখ্যায় একইসঙ্গে শুরু হচ্ছে, সত্তর দশক থেকে লিখে আসা অন্যতম সুপরিচিত কবি প্রাণেশ সরকারের আত্মজীবনীর ধারাবাহিক। বয়সে দেশভাগ ও স্বাধীনতার থেকে বছর চারেকের ছোটো এই কবির জীবনকাহিনি পড়তে-পড়তে, আমরা নিশ্চয়ই জেনে নিতে পারবো ফেলে আসা সময়ের সমস্ত বিশ্বস্ত বিবরণ।
সব মিলিয়ে, পাঠক-মনোরঞ্জনের জন্য বিভিন্ন উপকরণ নিয়ে মুক্তধারা অনলাইন এবারেও হাজির, আপনাদের নিবিড় পাঠ ও ভালোলাগার মাধ্যম হয়ে উঠতে। পাঠক, আপনাকে স্বাগত।
~ রাহুল ঘোষ
১৫ আগস্ট ২০২৩ | ২৯ শ্রাবণ ১৪৩০
প্রচ্ছদ ছবি-ঋণ : লাকি ট্রিপস
ভালো পত্রিকা l টেলিফোন নাম্বার এবং ই মেইল আই ডি জানাবেন l শুভেচ্ছা জানবেন l
ReplyDelete