মনোজ অধিকারী


চেষ্টা করছি, যদি

আরও কিছুদিন বেঁচে থাকা যায়


যেভাবে অন্ধকারে জেগে থাকে ফুলগাছ

অথচ তার গন্ধ লেগে থাকে বুকের উপর

 

যদিও অনেক চেষ্টায় চাঁদ থেকে মেঘ সরে যায়। 

Comments