সবসময় যুদ্ধ-যুদ্ধ খেলা দেখতে-দেখতে এখনও বেঁচে আছি কী করে, ভাবতে-ভাবতে বেশ তো তিনকাল গিয়ে এককালে ঠেকলো।
একটু আয়েশ করবো ভেবে যেই-না একটু আরামকেদারায় গা এলিয়ে বসেছি, অমনি বেড়ালটা বলে উঠলো "পা তুলে বস, পা তুলে বস।" সেই থেকে পা তুলে বসে আছি অনেকক্ষণ।
মেঘ এল, মেঘ ডাকলো, বৃষ্টি পড়লো, আবার মেঘ কেটে গিয়ে রোদ্দুর উঠলো, আরও কতদিন যে পা তুলে বসে থাকতে হবে, কে জানে!
এখন কবে যে সবুজ ঘাসে পা ফেলে হাঁটবো, সেই স্বপ্ন দেখে চলেছি।
এদিকে যুদ্ধ-যুদ্ধ খেলা দেখি থামেই না, প্রতিদিন চলতেই থাকে!
Comments
Post a Comment