সমরেন্দ্র মণ্ডল

মাথার মধ্যে দিয়ে অবিরাম ছুটে চলেছে মালগাড়ি। ঘটাং-ঘটাং শব্দ তুলে মগজের ঘিলু জাগিয়ে দেয়। মগজ থেকে ছিটকে বেরিয়ে আসে শব্দের সারি। বহু বর্ণ হয়ে যায়। লাল, সবুজ, গেরুয়া, সাদা...নানা বর্ণের বিচ্ছুরণ ঘটতে থাকে। রঙের সঙ্গে মিলে যায় রঙ। এক রঙ ছেড়ে যায় অন্যকে, হাত ধরে বন্ধুর। কিছুদিন সহবাসের পর বিচ্ছেদের কোলাহল জাগরিত করে ভূমণ্ডল। আবার কোনো দয়িতার পাণিপ্রার্থী হয়। ভুল, বড়ো ভুল। বন্ধু চিনতে বড়ো ভুল। সহবাসের পর মনে পড়ে, প্রেমিকা নির্বাচনে ভুল হয়েছিল। এমন ভুল তো জীবনের পারাপারে অহরহ বয়ে চলে। দিগন্ত জুড়ে তখন বিলাপ। শব্দেরা কূজন করে। 

এখন গাছে-গাছে শালিকের সংসারে শুরু হয়েছে দিনযাপনের  মুখর সংলাপ। এই সংলাপ ভেসে আসছে আমাদের যাপনে। দিবস-রজনী এই সংলাপ বহন করে দুর্বিনীতের আস্ফালন প্রত্যক্ষের অভিজ্ঞতায় জারিত হয়ে বর্ণের কাছাকাছি থাকার প্রয়াসী হওয়ার বাসনায় মশগুল হয়ে থাকার উদোম সংগ্রাম চলবে। এইসব সংগ্রামের নাম হবে 'শ্রেণিসংগ্রাম'।

হে মানব, শ্রেণিসংগ্রামের তুলনা-প্রতিতুলনা অথবা বর্ণের ধারণক্ষমতা বিবেচনা করে অথবা তিনটি শালিকের ঝগড়া বাঁচার পাচনে চুবিয়ে এখন তাহলে গণতন্ত্রের মৌতাতে কিছুদিন যাপন করা যাক।

Comments