পোস্টার...
কোম্পানিবাগান কলোনির দখিনজানালা যত খুলে গেছে
পলাশ শিমুল গুলমোহরের পরাগস্নাত শব্দেরা
নেচে-নেচে, গান গাইতে-গাইতে ওই
নিজেকে নিয়ে ভেসে যাচ্ছে উৎসবপ্রাঙ্গণের দিকে...
সপ্রতিভ বাংলাকবিতা ট্রেন্ডি পোশাকে
পথের পাশের ট্রাইবাল আকন্দ-র সঙ্গে সেলফি তুলছে—
ট্র্যাডিশনাল বসন্ত-র প্রমোশনাল পোস্টার
অপূর্ণ...
সাঁকোর ওপর থমকে দাঁড়ালো মানুষটা
সাঁকো দুলছে নাকি সে নিজেই দোদুল্যমান
আত্ম-অতিক্রম করতে চাইছে অপূর্ণ বাসনা
দোদুল্যমানতা পেরোতে চাইছে
বয়ে যেতে-যেতে বুক পেতে অপেক্ষা করছে নদী
খুব ভালো
ReplyDelete